জুমবাংলা ডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহর ৪৯তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) খুলনাস্থ শহীদদের মাজারে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে খুলনা নৌ অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তা ও নৌ সদস্যগণ উপস্থিত ছিলেন।
দিবসটি পালন উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের নামে নামকরণকৃত নৌবাহিনী জাহাজে কালার্স হতে সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হয়।
এছাড়া বাদ যোহর খুলনা নৌ অঞ্চলের সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধে শাহাদৎবরণকারী বীর মুুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদদের জীবনী এবং স্বাধীনতা যুদ্ধে তাদের অসামান্য অবদানের বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। সূত্র: আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।