বীর মুক্তিযোদ্ধার জন্য চেয়ার ছেড়ে দিলেন মাশরাফি, বসলেন পেছনের চেয়ারে (ভিডিও)
স্পোর্টস ডেস্ক: বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে নিজের চেয়ার ছেড়ে দিয়ে আবারো আলোচনায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা। এমন ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মাশরাফিকে ধন্যবাদ জানাতে দেরি করেননি।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় নির্মিত ‘বীর নিবাস’ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফি এ ঘটনার জন্ম দেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে নড়াইল জেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর নিজের অনুভূতি জানানোর জন্য আসেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে (মুক্তিযোদ্ধা) বসে তার বক্তব্য রাখার কথা বলেন। তখন মাশরাফি তার নিজের জন্য বরাদ্দকৃত চেয়ার মুক্তিযোদ্ধা আব্দুস সবুরকে ছেড়ে দিয়ে পেছনে গিয়ে অতিথিদের আসনে বসেন।
সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মাশরাফিকে ধন্যবাদ জানান। এতে অনুষ্ঠানস্থলে বেশ আলোড়ন সৃষ্টি হয়।
ছেলেকে কোলে নিয়ে ভালোবাসা দিবসে ফের বিয়ে করলেন হার্দিক-নাতাশা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।