নওগাঁর আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি সোমবার (৭ জুলাই) রাত অনুমান ১০টায় মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরের মৃত্যুতে আত্রাই উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
ওবায়দুর ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের সন্ন্যাসবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের সন্তান ছিলেন। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ২টায় সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অব অনার ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। তিনি তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরের আত্মত্যাগ দেশ ও জাতির জন্য অমূল্য অবদান। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান, আফিল উদ্দিন, আনিসুর রহমান, খোদা বকস্, সিরাজুল ইসলাম, ইয়াছিন আলী মোল্লা, আক্কাছ আলী, আ. সামাদ, আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীর প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরের মৃত্যুতে আত্রাই উপজেলায় শোকের ছায়া নেমে আসে। তাকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করে জাতি তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। একজন গর্বিত মুক্তিযোদ্ধা হিসেবে তার ত্যাগ ও স্মৃতি দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।
জেনে রাখুন-
১. একজন মুক্তিযোদ্ধা দাফনের সময় কীভাবে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়?
একজন মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং জানাজা ও দাফনের সময় রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
২. মুক্তিযোদ্ধা ওবায়দুর কোথায় দাফন করা হয়েছে?
তিনি সন্ন্যাসবাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
৩. মুক্তিযোদ্ধা ওবায়দুরের জানাজা কোথায় অনুষ্ঠিত হয়?
সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
৪. গার্ড অব অনার অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন?
উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানা অফিসার ইনচার্জ ও স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
৫. মুক্তিযোদ্ধা ওবায়দুরের পিতার নাম কী ছিল?
তার পিতার নাম ছিল মৃত আব্দুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।