শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বুদ্ধের অহিংসা, সাম্য ও মৈত্রীর শিক্ষা বিশ্বে অস্থিতিশীলতা দূরীকরণ এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ড. ইউনূস বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্দেশে জানান, মহামতি গৌতম বুদ্ধ আজীবন মানুষের কল্যাণে শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন। তার অহিংস বাণী ও জীবপ্রেম আজও সমাদৃত।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য মিশে আছে। প্রাচীনকালে বর্তমান বাংলাদেশের অঞ্চল ছিল এশিয়ার গুরুত্বপূর্ণ বৌদ্ধধর্ম কেন্দ্র, যার প্রমাণ প্রাচীন বৌদ্ধবিহার।
ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশ সব সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি ন্যায়ানুগ ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনের অভিযাত্রা এগিয়ে যাবে।
শেষে তিনি উৎসবের সার্বিক সফলতা কামনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।