ভারতে বুধবার (১৭ সেপ্টেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মাধ্যমে বাংলাদেশ-ভারতের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার ও বন্দরের খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে।
সংবাদটি:
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতে সরকারি ছুটি ও ট্রাক চালকদের বনধের কারণে বুধবার পেট্রাপোল বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা হবে না। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩৫০ ট্রাক পণ্য আমদানি হয় এবং ভারত রপ্তানি হয় প্রায় ১০০ ট্রাক পণ্য।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াছ হোসেন মুন্সী জানান, বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে পারাপার করতে পারবেন। বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, বুধবার খালাস কার্যক্রম চলবে এবং ভারতীয় খালি ট্রাকও ফিরে যেতে পারবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে পুনরায় সমস্ত আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।