জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বুধবার (১৩ মে) দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিতে যাচ্ছেন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, বুধবার দুপুর ১২টায় বর্তমান প্যানেল মেয়র জামাল মোস্তফার কাছ থেকে আতিকুল ইসলাম দায়িত্ব বুঝে নেবেন।
এর আগে ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশনে নির্বাচন করেন আতিকুল ইসলাম। বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালকে পরাজিত করে তিনি বিজয়ী হন। ২৭ ফেব্রুয়ারি তাকে শপথবাক্য পাঠ করার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
তবে উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ না হওয়ায় ৯ ফেব্রুয়ারি থেকে জামাল মোস্তফা প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি উত্তরের ৪ নম্বর ওয়ার্ড থেকে ২০১৫ সালে নির্বাচিত হয়েছিলেন।
ওই সময় কাউন্সিলর ওসমান গনি প্যানেল মেয়র-১, জামাল মোস্তফা প্যানেল মেয়র-২ ও আলেয়া সারোয়ার ডেইজি প্যানেল মেয়র-৩ হিসেবে দায়িত্ব পান। এরপর ওসমান গনি মারা গেলে জামাল মোস্তফা প্যানেল মেয়র-১ এ চলে আসেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র আনিসুল হক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেয়ে বিজয়ী হন আতিকুল। ওই সময় তিনি ৯ মাস দায়িত্ব পালন করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


