বিনোদন ডেস্ক : শাকিব খান কাজ করছেন সীমান্ত-সংলগ্ন একটি কয়লার ডিপোতে। জীবন নিয়ে হতাশায় ডুবে আছেন তিনি। এর মাঝেই তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন বুবলী। তাইতো এমন প্রেরণার মানুষটাকে নিয়ে বেঁচে থাকতে চান শাকিব। জীবনের সব আশা পূর্ণ করতে প্রয়োজনে বুবলীকে নিয়ে পাশের দেশ ভারতে পালিয়ে যেতেও দ্বিধা নেই তার। বাস্তবে এমনটা না হলেও ‘বীর’ সিনেমায় হুবহু এমন দৃশ্যে দেখা যাবে ঢালিউডের এই দুই জনপ্রিয় মুখকে।
‘বীর’ সিনেমায় এমন কিছু রোমান্টিক দৃশ্য ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক কাজী হায়াৎ। নারায়ণগঞ্জে শেষ হয়েছে প্রথম পর্যায়ের শুটিং। বর্তমানে চলছে নতুন পর্যায়ের শুট। ‘বীর’ ছবিতে একেবারেই নতুন লুকে হাজির হচ্ছেন শাকিব খান। মুখভর্তি দাড়ি গোঁফ, মাথায় লম্বা চুল- সবমিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শাকিব খানকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিকে, কেউ কেউ ছবিটির গল্প নকল হতে পারে বলেও মন্তব্য করেছেন। তবে এসব বিষয় নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছেন না এই সুপারস্টার।
‘বীর’ প্রসঙ্গে শাকিব বলেন, ‘কাজী হায়াৎ নিজেই একটা ব্র্যান্ড। তারওপর আমার প্রোডাকশন থেকে ছবি হচ্ছে। সবমিলিয়ে অবশ্যই একটা ধামাকা ব্যাপার আছে। যেসব সংলাপ হায়াৎ ভাই লিখেছেন সেগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে সংলাপেই ছবি হিট।’ এর আগে নিজস্ব প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ থেকে ‘হিরো : দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ নামে দুটি ছবি নির্মিত হয়েছে। ‘বীর’ হচ্ছে তৃতীয় ছবি। ছবিটি পরিচালনা করছেন কাজী হায়াৎ। প্রযোজনা করছেন শাকিব খান নিজেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


