স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সুপার ওভারে ভারতের জাসপ্রিত বুমরাহ রান দিয়েছেন যথাক্রমে ১৭ ও ১৩ রান। আরো নিয়ন্ত্রিত বোলিং করার জন্য বুমরাহকে উপায় বাতলে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকর। আর উপদেশ দিয়ে নিজেই এখন ট্রলের শিকার সাবেক এ ক্রিকেটার।
বর্তমান সময়ের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। ডেথ বোলিংয়ে অধিনায়কের নির্ভরতার প্রতীক। তবে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে একদম বিবর্ণ ছিলেন বুমরাহ। ম্যাচে ৪ ওভারে কোনো উইকেট তো পাননি। বরং দিয়েছেন ৪৫ রান। তবুও সুপার ওভারে তার হাতেই বল তুলে দেন অধিনাযক বিরাট কোহলি। সেখানেও সুবিধা করতে পারেননি ওয়ানডের শীর্ষ এ বোলার। কেন উইলিয়ামসন ও কলিন মুনরো তার ৬ বল থেকে তুলে নেন ১৭ রান।
ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক মাঞ্জরেকর টুইটারে বুমরাহকে বোলিং করার নিয়ম বাতলে দেন। ৫৪ বছর বয়সী এ ক্রিকেটার লিখেন, ‘আমি বুমরাহর সুপার ওভার দেখেছি। সে দুর্দান্ত একজন বোলার। তবে ক্রিজের সুবিধা ব্যবহার করে সে বিভিন্ন অ্যাঙ্গেলের বল করতে পারতো।’
আর বুমরাহকে উপদেশ দিয়েই ভক্তদের হাস্যরসে পরিণত হয়েছেন মাঞ্জরেকর। বুমরাহ ৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে মোট উইকেট নিয়েছেন ২২২টি। তাও মাত্র ১২২ ম্যাচে। হয়েছেন ওয়ানডের সেরা বোলারও। সেখানে মাঞ্জরেকর ৯ বছরের ক্যারিয়ারে উইকেট নিয়েছেন ১টি। মূলত, মধ্যম মানের ব্যাটসম্যান মাঞ্জরেকরের পার্ট টাইম বোলার ছিলেন।
তাই ভক্তরা ৫৪ বছর বয়সী মাঞ্জরেকরকে ট্রল করে। আঙ্কিত গুপ্ত নামের একজন ভক্ত বলেন, ‘একটা বাজে দিন গেলো বুমরাহর। আর এতে তার সময়ের মধ্যম মানের মাঞ্জরেকর বুমরাহকে বোলিং শিখাচ্ছেন। এটা সত্যিই হাস্যকর।’
বলিউডের সঙ্গে মিলিয়ে স্বপ্নিল পাম্পতিওয়ার নামের একজন বলেন, ‘মাঞ্জরেকর উপদেশ দিচ্ছেন বুমরাহকে। দেখে মনে হচ্ছে অমিতাভ বচ্চনকে জ্ঞান দিচ্ছেন উদয় চোপড়া।’ ভিরাল দেদিয়া নামের আরেকজন বলেন, ‘আইসিসির এখুনি উচিত সঞ্জয় মাঞ্জরেকরের ডোপ টেস্ট করানো। তিনি নিজেকে ক্রিকেটের সর্বজান্তা মনে করেন। নিজের মধ্যে শচীন, ম্যাকগ্রা, জন্টি রোডসকে খুঁজে পান।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।