বিকিনিতে নারীর রূপ ফুটিয়ে তোলার জন্য অ্যামেরিকার বিখ্যাত ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ ম্যাগাজিন৷ ৬৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো হিজাব ও বুরকিনি পরা একজনকে মডেল করছে তারা।
‘নারীরা, সব কিছুই সম্ভব’
স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেয়ে খুবই উচ্ছ্বসিত হালিমা আদেন৷ ‘‘নারীরা, সবকিছুই সম্ভব,’’ নিজের সাফল্যের খবর দিয়ে ইনস্ট্রাগ্রামে লিখেছেন তিনি৷ ‘‘স্পোর্টস ইলাস্ট্রেটেড-এ জায়গা পাওয়া আমার নিজের চেয়ে বড় কিছু৷ এটা আমার সম্প্রদায় ও বিশ্বকে এমন বার্তা দিচ্ছে যে, আমরা যেই পরিবেশ ও অবস্থান থেকে আসি না কেন, আমরা একসঙ্গে আসতে কিংবা যে কোনো উদযাপনে শামিল হতে পারি৷
বুরকিনির মডেল
স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনের সুইমস্যুট সংখ্যার মডেল হয়েছেন সোমালি-অ্যামেরিকান মডেল হালিমা আদেন৷ তাঁকে সেখানে দেখা যাবে হিজাব ও বুরকিনি পরা অবস্থায়৷ হালিমার জন্মস্থান কেনিয়ার ওতামু সৈকতে সম্প্রতি এর ফটোশ্যুট হয়েছে৷
শরণার্থী ক্যাম্প থেকে বিশ্বমঞ্চে
মুসলিম নারী হালিমার জন্ম কেনিয়ার একটি শরণার্থী ক্যাম্পে৷ সাত বছর বয়সে অ্যামেরিকায় পাড়ি জমান তিনি৷ হিজাব পরে ২০১৬ সালের ‘মিস মিনেসোটা ইউএসএ’ আয়োজনে অংশ নিয়ে সংবাদের শিরোনাম হন হালিমা৷ ব্রিটিশ ম্যাগাজিন ভোগ-এর প্রচ্ছদেও স্থান হয়েছে তাঁর৷ হেঁটেছেন নিউ ইয়র্ক ফ্যাশন উইকের ব়্যাম্পে৷
‘বুরকিনিতেও ফুটতে পারে সৌন্দর্য’
বুরকিনিকে প্রচ্ছদে জায়গা দেয়ার ক্ষেত্রে পোশাকের চাইতে সৌন্দর্যকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছে স্পোর্টস ইলাস্ট্রেটেড৷ ‘‘আমরা মনে করি, সৌন্দর্যের ভিত্তি অনেক বিস্তৃত ও বৈষয়িক৷ বেশিরভাগ ক্ষেত্রে নারীরা দেখতে-শুনতে কেমন বা কী পরেছেন, সেটা দিয়ে বিবেচনা করা হয়৷ বুরকিনি কিংবা বিকিনি যা-ই পরুন না কেন, আপনি যদি আত্মপ্রত্যয়ী হন, তাহলে আপনি অবশ্যই অনেক মূল্যবান,’’ বলেছেন সুইমস্যুট সংখ্যার সম্পাদক এমজে ডে৷
‘নারীরা, সব কিছুই সম্ভব’
স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেয়ে খুবই উচ্ছ্বসিত হালিমা আদেন৷ ‘‘নারীরা, সবকিছুই সম্ভব,’’ নিজের সাফল্যের খবর দিয়ে ইনস্ট্রাগ্রামে লিখেছেন তিনি৷ ‘‘স্পোর্টস ইলাস্ট্রেটেড-এ জায়গা পাওয়া আমার নিজের চেয়ে বড় কিছু৷ এটা আমার সম্প্রদায় ও বিশ্বকে এমন বার্তা দিচ্ছে যে, আমরা যেই পরিবেশ ও অবস্থান থেকে আসি না কেন, আমরা একসঙ্গে আসতে কিংবা যে কোনো উদযাপনে শামিল হতে পারি৷’’ খবর- ডয়েচ ভেলে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।