জুমবাংলা ডেস্ক : ঢাকার বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট এলাকায় সোমবার রাতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ডিঙ্গি নৌকাডুবে হাজী বাহা উদ্দিন নামে এক ফল ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
জানা যায়, ঢাকার বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট এলাকায় সোমবার রাত ৯ টায় এম ভি রিফাত-৩ লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ডিঙ্গি নৌকা পাঁচজন যাত্রী নিয়ে নদীতে ডুবে যায়। এসময় চারজন যাত্রী ও মাঝি সাতার কেটে তীরে উঠলেও ফল ব্যবসায়ী হাজী বাহা উদ্দিন নিখোঁজ থাকেন।
ঘটনার পরপর সদরঘাট নৌ ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ নিখোঁজ বাহা উদ্দিনের উদ্ধার করার জন্য চেষ্টা করছে। নিখোঁজ বাহা উদ্দিন রাজধানীর বাদামতলী এলাকার একজন ফল ব্যবসায়ী। তিনি তার দোকান থেকে কেরানীগঞ্জ ইস্পাহানী নিজ বাসায় ফেরার জন্য নৌকা যোগে বুড়িগঙ্গা নদী পার হতে গিয়ে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ জামান ঘটনার সত্যতা স্বীকার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।