জুমবাংলা ডেস্ক : বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, প্রতিষ্ঠান তাদের, তারা প্রতিষ্ঠানের স্বার্থে সাময়িক বা বৃহত্তর যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। সেটা তাদের নিজেদের ব্যাপার। আমরা এ বিষয়ে নাক গলাবো না। তবে, এ দেশে ছাত্রসমাজের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। আজ ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বেপরোয়া কর্মকাণ্ডের কারণে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে।
আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
নুরুল হক নুর বলেন, সামগ্রিকভাবে ছাত্ররাজনীতি বন্ধ নয়, বরং সন্ত্রাসী ছাত্ররাজনীতি, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধের জন্য সবার দাবি তোলা উচিত। বুয়েটের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে স্পষ্টভাবে বলেছে, তারা ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানায়নি। তারা সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, ফারুক হোসেন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।