জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে একমত পোষণ করলেও হত্যা মামলার ১৯ আসামিকে স্থায়ীভাবে বহিষ্কার না করায় অখুশি হয়েছেন নিহত আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। তবে খুনিদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও আশা করেন তিনি।
শুক্রবার বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ভিসির বৈঠকে নেওয়া কয়েকটি সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন আবরারের বাবা বরকতুল্লাহ।
বরকতুল্লাহ গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা যে ১০ দফা দাবি জানিয়েছেন তার সঙ্গে আমি একমত। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়টি একটি ভালো সিদ্ধান্ত। বুটেয়ের মত প্রতিষ্ঠানে লেখাপড়া নিয়ে সবাই ব্যস্ত থাকে। সেখানে রাজনীতির নামে অপরাজনীতি বেশি হয়। নির্যাতন করা হয় সাধারণ শিক্ষার্থীদের ওপর। তাই স্থায়ী ভাবে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টি দেশবাসী স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুন হন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ।
গত রবিবার রাতে তাকে শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটান বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী। নির্মম পিটুনিতে আবরার লুটিয়ে পড়েন। এরপর নিথর দেহ টেনেহিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করেন ঘাতকরা। পরে বুয়েটের চিকিৎসক এসে আবরারকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।