জুমবাংলা ডেস্ক: ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের আমন্ত্রণে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের হাইকমিশনারের বারিধারার বাসভবনে যান। তাঁর সঙ্গে ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলা।
জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিএম কাদেরকে স্বাগত জানান হাইকমিশনার। তাঁরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর টম বার্গি।
বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও ব্রিটিশ হাই কমিশনার বন্ধু প্রতিম দুটি দেশের পারস্পরিক সম্পর্কের কথা স্মরণ করেন। তারা দুটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বাংলাদেশের অগ্রগতিতে যুক্তরাজ্য বিশ্বস্ত বন্ধু।
এদিকে বুধবার বনানীতে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে জিএম কাদের বলেছেন, কেউ কেউ ‘উন্নয়নের গণতন্ত্র’ নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, ‘আগে উন্নয়ন, পরে গণতন্ত্র।’
আসলে উন্নয়নের গণতন্ত্র বলে কিছু নেই। এর নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে। নির্বাচনই গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা অসম্ভব। গণতন্ত্র নিশ্চিত হলে উন্নয়ন নিশ্চিত হবে।
এ অনুষ্ঠানে জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাপায় যোগ দেন ডাঃ মঞ্জুর এ খোদা। এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।