জুমবাংলা ডেস্ক : ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচিতে এক বৃদ্ধকে ঘুষি মেরে আবার আলোচনায় উঠে এসেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
শুক্রবার সকালে পৌরসভা ভবনের সামনে দরিদ্রদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণের সময় কাদের মির্জা এই কাণ্ড ঘটান। পরে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
২০ মিনিট ৫৮ সেকেন্ড স্থায়ী ওই লাইভ ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধ কাদের মির্জার সামনে এলে তাকে একটি শাড়ি দেওয়া হয়। ওই বৃদ্ধ হাতে নেওয়ার পর পাঁচ-ছয় সেকেন্ডের মাথায় সেটির পরিবর্তে আরেকটি শাড়ি নেওয়ার চেষ্টা করেন। এ সময় কাদের মির্জা বৃদ্ধের বুকে ঘুষি দিয়ে তাকে সরিয়ে দেন।
পরে কাদের মির্জা পাশে থাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলার পর আরেকটি শাড়ি নিয়ে ওই বৃদ্ধের দিকে ছুঁড়ে মারেন।
বয়োবৃদ্ধকে প্রকাশ্যে অপমান করায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়।
এ বিষয়ে জানতে আবদুল কাদের মির্জার ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।