আন্তর্জাতিক ডেস্ক : এবার এক বৃদ্ধার বাড়িতে ডাকাতি করেছে একদল বানর। সম্প্রতি তামিলনাডুর একটি শহরে ওই বৃদ্ধার বাড়িতে ঢুকে নগদ টাকা, সোনার গয়না লটু করে পালিয়ে যায় তারা।
তামিলনাড়ুর তিরুবাইয়ারু শহরের কাছে একাই বসবাস করেন জি সরথাম্বল নামের এই বৃদ্ধা।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সম্প্রতি এক দিন তিনি কাপড় ধোয়ার জন্য বাড়ির বাইরে যান। সেই সময় কয়েকটি বানর তার ঘরে ঢুকে পড়ে। খাবারের সন্ধানেই তারা সেখানে ঢোকে। ঘর থেকে বেশ কিছু কলা ও একটি চালের ব্যাগ নিয়ে বানরের দল পালিয়ে যায়।
চালের ব্যাগেই ওই মহিলার সারা জীবনের সব সঞ্চয় ছিল, সোনার গয়না ও প্রায় ২৫ হাজার টাকা লুকিয়ে রাখা ছিল তাতে। খাবারের লোভে সেই চালের ব্যাগ বানরগুলি নিয়ে পালায়। ঘরে বানর ঢুকেছে বুঝতে পেরেই বছর সত্তরের ওই বৃদ্ধার তাদের তাড়া করেন। কিন্তু ব্যাগ উদ্ধার করতে পারেননি।
স্থানীয়দের দাবি, বানরের উৎপাতে তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রশাসনের কাছে তারা দাবি জানাবেন যেন এলাকায় বানর ঢোকা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।