বিনোদন ডেস্ক : লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বাই। যানজটের জ্বালায় নাজেহাল অবস্থা মুম্বাইবাসীর। এক জায়গা থেকে অন্য জায়গা গাড়ি করে যেতেই লেগে যাচ্ছে বহু সময়। তাই যানজট এড়িয়ে ‘দাবাং থ্রি’র শুটিং সেটে পৌঁছতে সাইকেল নিয়েই বেরিয়ে পড়লেন সালমান খান।
সালমানের কাছে খবর পৌঁছোয় দাবাং থ্রির শুটিং যেখানে হচ্ছে, সেই রাস্তায় ভয়ানক জ্যাম। সঠিক সময় সেটে পৌঁছনো একপ্রকার অসম্ভব। অথচ সাল্লুকে নির্দিষ্ট সময়ে শুটিং সেটে পৌঁছতেই হত। অগত্যা তাই সাইকেলই ভরসা। সাইকেল চালিয়ে শুটিং সেটে পৌঁছনোর ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ‘ভাইজান’। যেখানে সালমানকে মাথায় একটা টুপি পরে সিলভার রঙের সাইকেল চালিয়ে যেতে দেখা যাচ্ছে।
ভিডিওটা যে সালমানের পিছনে থাকা নিরাপত্তারক্ষীরা শুট করেছেন সেবিষয়ে কোনও সন্দেহ নেই। ভিডিওটা পোস্টও করা হয়েছে এডিট করার পরেই। রাস্তায় যেতে যেতে ভক্তদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় ভাইজানকে।
তবে এই প্রথম নয়, এর আগে সালমানের নিজের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’ প্রমোশনেও বহুবার সাইকেল চালাতে দেখা গেছে তাকে।
প্রসঙ্গত সালমান যে সাইকেলটি চালিয়েছেন সেই সাইকেলের দাম ৪৭ হাজার টাকা।
Mumbai city in d rains . . Off to the location to shoot for #dabangg3 pic.twitter.com/sVY9Sa3Zdq
— Salman Khan (@BeingSalmanKhan) September 6, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।