Advertisement
স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের যুবাদের সামনে। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। ক্রিকেটের বৈশ্বিক আসরে এটি বাংলাদেশের প্রথম ফাইনালে। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় শিরোপা জয়ের মঞ্চে নামবে বাংলাদেশ-ভারত।
আবহাওয়ার পূর্বাভাসে আজ রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পচেফস্ট্রুমে। আগামীকাল সোমবার রিজার্ভ ডেতেও আছে বৃষ্টির সম্ভাবনা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বৃষ্টিতে যদি দু’দিনই ভেসে যায় তাহলে শিরোপা ভাগাভাগি করবে বাংলাদেশ ও ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।