দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় প্রচুর বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির তীব্রতা কমে এলেও আগামী অন্তত এক সপ্তাহ দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। আর রাজধানীতে আজ শনিবার বিকেলের পর থেকেই বৃষ্টির তীব্রতা কমে আসতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চাঁদপুরে। সেখানে ২৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয় ৬৯ মিলিমিটার।
রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, মূলত লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে। আগামী প্রায় এক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হতে পারে। রাজধানীতে বিকেলের পর থেকে বৃষ্টি কমে আসতে পারে।
চলতি মাসের প্রথম দিন থেকেই সারা দেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালা ও মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টি শুরু হয়। পরে লঘুচাপের সৃষ্টি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।