শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’ নিয়ে নতুন তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শনিবার (১ নভেম্বর) রাতে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি জানায়, দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে চলমান শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’ আজ (রবিবার) থেকে দুর্বল হয়ে যেতে পারে ও সোমবার থেকে দেশের প্রায় ৯৫ শতাংশ এলাকার আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে।
ইতোমধ্যে রাজশাহী ও রংপুর বিভাগ থেকে আঁখি দুর্বল হয়েছে এবং আজ বিদায় নিতে পারে। তবে, আগামী ৫ নভেম্বর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকায় আবারও বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ জুড়ে অবস্থান করছে।
এর প্রভাবে রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এসব স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



