জুমবাংলা ডেস্ক : দেশের ছয়টি বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির আবহাওয়া দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে। এই সময় দিন ও রাতের তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
Table of Contents
ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা
রবিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির আবহাওয়া দেখা দিতে পারে। সারাদেশে এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কিছু অঞ্চলে তাপপ্রবাহের পূর্বাভাস
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মৌলভীবাজার, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই তাপপ্রবাহের মধ্যেও কিছু এলাকায় বৃষ্টির আবহাওয়া বিরাজ করতে পারে।
সোমবারের বৃষ্টির পূর্বাভাস
সোমবারের (২৮ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
সার্বিক পরিস্থিতি
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী দুই থেকে তিনদিন তাপমাত্রা কিছুটা কমবে এবং বৃষ্টির আবহাওয়া বিরাজ করবে। তবে সপ্তাহের শেষ নাগাদ বৃষ্টিপাত কমে গিয়ে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে, ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: দেশের ছয় বিভাগে টানা ৩ দিন বৃষ্টির আভাস
বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আবহাওয়া বিরাজ করছে, যা আগামী দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে। এরপর সপ্তাহের শেষ দিকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।