খেয়াল করেছেন নিশ্চয়ই, অন্যান্য সময়ের চেয়ে বর্ষাকালে ভেজা কাপড় দেরিতে শুকায়। অবশ্য যারা সারা বছর গ্যাসের চুলায় ভেজা কাপড় শুকায়, তাদের কথা বাদ। এতে দেশের মূল্যবান সম্পদ নষ্ট হয়।
যাহোক, বৃষ্টির দিনে ভেজা কাপড় শুকাতে দেরি হলেও শীতকালে অনেক কম সময় লাগে। এ জন্য দায়ী বাতাসের আর্দ্রতা। বৃষ্টির দিনে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। তাই ভেজা কাপড় শুকাতে দেরি হয়। শরীরের ঘাম শুকাতেও দেরি হয় একই কারণে। অন্যদিকে শীতকালে বাতাসে আর্দ্রতা অনেক কম থাকে। ফলে শীতকালে কাপড় শুকাতে সময় লাগে তুলনামূলক কম। একই কারণে শীতকালে আমাদের ঠোঁট বা দেহের চামড়া ফেটে যায়।
বাতাসের আর্দ্রতা আসলে কী? বাতাসে শতকরা সম্পৃক্ত জলীয়বাষ্পের পরিমাণকে বলা হয় বাতাসের আর্দ্রতা। এটাকে সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয়। আর্দ্রতা দুই ধরনের। পরম ও আপেক্ষিক আর্দ্রতা। রেডিও-টিভি বা সংবাদপত্রে আবহাওয়ার খবরে হয়ত আর্দ্রতার কথা শুনেছেন। আবহাওয়া খবরে যে আর্দ্রতার কথা বলা হয়, সেটা আপেক্ষিক আর্দ্রতা।
বৃষ্টির দিনে কখনো কখনো বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশেও পৌঁছাতে পারে। আর্দ্রতা ১০০ ভাগে পৌঁছানোর অর্থ সেই বাতাস যতটুকু জলীয়বাষ্প ধারণ করতে পারে, তা ইতিমধ্যেই ধারণ করেছে। তাই সে বাতাস আর জলীয়বাষ্প গ্রহণ করতে পারে না। ভেজা কাপড়ের পানি জলীয়বাষ্প হিসেবে বাতাসে টেনে নিলে ভেজা কাপড় শুকায়। কিন্তু বৃষ্টির দিনে বাতাসে এই অতিরিক্ত জলীয়বাষ্প থাকায় কাপড়ের পানি টানতে পারে না। এ কারণেই কাপড় শুকাতে দেরি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।