Advertisement
জুমবাংলা ডেস্ক : বৃষ্টির পানিতে আরেকবার ডুবল চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা। এতে বন্দরনগরীর নিম্নাঞ্চলে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টিতে চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, কাতালগঞ্জ ও মুরাদপুরসহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে।
বর্ষণে নগরীর অনেক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে আছে। জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হতে পারছেন না অনেকে।
অফিসমুখী মানুষকে হাঁটু পানি পার হতে হয়েছে। জলাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।