জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাস নিয়ে নতুন বার্তা জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আজ মঙ্গলবার (৮ এপ্রিল) পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। পর্যায়ক্রমে এটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ এবং নিম্নচাপে পরিণত হতে পারে।
আঞ্চলিক পূর্বাভাস ও তাপপ্রবাহ
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এর প্রভাবে ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী দুই দিনের পূর্বাভাস
আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন বুধবার এই সম্ভাবনা বাড়বে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–একটি স্থানে। এসব স্থানে অস্থায়ীভাবে বিদ্যুৎ চমকানো, দমকা হাওয়া এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দু–দিনের মধ্যে দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মঙ্গলবার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থেকে বুধবারে সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা ও বৃষ্টিপাতের তথ্য
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীর বাঘাবাড়ীতে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট সদরে, ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর ঈশ্বরদীতে রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত—২১ মিলিমিটার।
লঘুচাপ সংক্রান্ত তথ্য
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
বিগত সরকারের ব্যর্থতায় ফিরে গেছে বহু সম্ভাবনাময় বিনিয়োগকারী : বিডা চেয়ারম্যান
আজ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ ও তাপমাত্রার কিছুটা পরিবর্তন হওয়ার পূর্বাভাস রয়েছে। লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় হালকা পরিবর্তন দেখা দিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।