আন্তর্জাতিক ডেস্ক : বৃষ্টি হবে- এটাই স্বাভাবিক। কিন্তু তা দেখে কেউ বিস্মিত হন না। হবেনই বা কেনো? কিন্তু বৃষ্টির সঙ্গে যদি শত শত মাছ আকাশ থেকে পড়ে, তাহলে কেমন দেখায়? শুধু মাছ নয়, সঙ্গে ছোট ব্যাঙ ও কাঁকড়াও ছিল। দুই চোখে বিস্ময় নিয়ে এটাই দেখেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের টেক্সারকানা শহরের বাসিন্দারা।
গত ৩০ ডিসেম্বর, বুধবার বিকেল সাড়ে ৪টা নাগাদ টেক্সারকানা শহরের বাসিন্দারা ঝড়বৃষ্টি চলাকালীন আচমকা বিকট শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে দেখতে পান, আকাশ থেকে শত শত মাছ পড়ছে!
মাছের সঙ্গে রয়েছে ছোট ব্যাঙ ও ছোট ছোট কাঁকড়াও। ফেসবুকে তারা পোস্ট করেছেন এই ঘটনার ভিডিও। (ভিডিও)
টেক্সারকানা শহরের সরকারি ফেসবুক পেজ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘২০২১ তার ঝুলি থেকে যে সব কৌশল বের করেছে, মৎস্যবৃষ্টি তার মধ্যে অন্যতম। এমন বৃষ্টি তখনই হয়, যখন কোনও জলাশয়ের উপরিভাগে থাকা ছোট ছোট প্রাণীগুলো ঝড়ের দাপটে ভূপৃষ্ঠের ওপরে উঠে যায় এবং পরে সেগুলো বৃষ্টির সঙ্গেই বৃষ্টির আকারে পড়তে শুরু করে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। টেক্সারকানা শহরের বহু বাসিন্দা আজ এই ঘটনার সাক্ষী থেকেছেন।’ সূত্র: আনন্দবাজার অনলাইন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।