স্পোর্টস ডেস্ক : ম্যাচের একদিন আগেই অনেকটা অসহায় আত্মসমর্পণই করতে বাধ্য হলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বলেন, ‘একমাত্র বৃষ্টি আছে আর আল্লাহর সুনজর যদি স্বয়ং আমাদের প্লেয়ারদের ওপর না পড়ে তাহলে আমরা হারের খুব কাছাকাছি।’
রবিবার (৮ সেপ্টেম্বর) চতুর্থদিন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাকিব বলেন, ‘খুব খারাপ মনে হয়নি। উইকেট পড়ার আগ পর্যন্ত ভালোই মনে হয়েছে। আমরা উইকেট যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়ত পাইনি। তার মানে এই নয় যে এভাবে ভেঙে পড়বো। আমাদের কোয়ালিটি শো করার সুযোগ ছিলো। সেখানে আমরা খুব ভালোভাবে ফেল করেছি’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাব অধিনায়ক সাকিব বলেন, ‘সামর্থ সবার ভিতরেই আছে। এখানে যত খেলোয়াড়ই খেলছে, সাদমান বাদে। এমন নয় যে কেউ বড় ইনিংস খেলেনি, বা দল জেতানোর পিছনে তাদের বড় ভুমিকা নেই। সবাই যেহেতু পারে, তার মানে তাদের সমর্থ আছে। একটা হচ্ছে যে ট্যালেন্ট আছে, ওটা মাঠে দেখাতে পারা। আবার একটা হলো ট্যালেন্ট আছে কিন্তু ওটা দেখাতে না পারা। এটা একটা মার্জিন, যা আপনাকে অনেক বড় প্লেয়ার এবং ছোট প্লেয়ারে মধ্যে পার্থক্য তৈরি করে দেয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।