বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকাসহ উত্তর-পূর্বাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে কোথাও হালকা, কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত চলছে। রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির এই প্রবণতা অন্তত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাস বলছে, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় থাকবে। তবে সবচেয়ে বেশি সক্রিয়তা থাকবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। এরপর ধীরে ধীরে বৃষ্টি কমে আসবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে ১১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকাতেও এদিন মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে।
দিনভিত্তিক পূর্বাভাস
১৫ সেপ্টেম্বর (সোমবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): একই ধারা অব্যাহত থাকবে; সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় অতি ভারি বর্ষণ হতে পারে।
১৭ সেপ্টেম্বর (বুধবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
অন্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচন প্রস্তুতি, কুবিতে এখনো ‘কমিটির ফাঁদে’
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের বেশিরভাগ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৮ সেপ্টেম্বরের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।