স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনি স্টেডিয়ামে রোববার (৩ নভেম্বর) অস্ট্রেলিয়া-পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে মাঠে নামে। তবে বৃষ্টির কারণে কোন প্রকার ফলাফল ছাড়ায় মাঠ ছাড়তে হয় দু দলের।
টসে হেরে পাকিস্তান ব্যাট হাতে মাঠে নামলে ইনিংসের ১৩ ওভারে তিন উইকেটে ৮৮ রান করার পর বৃষ্টিপাত খেলায় বাধা দেয়।
বৃষ্টি শেষে বল আবারও মাঠে গড়ালে খেলাটি নির্ধারিত ২০ ওভার থেকে সেটি ১৫ ওভারে নিয়ে আসা হয়। অধিনায়ক বাবর আজম অপরাজিত ৫৯ রান করলে পাকিস্তান তাদের ১৫ ওভার থেকে ৫ উইকেটে ১০৭ রান তুলতে সক্ষম হয়। বৃষ্টি আইন পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা ১৫ ওভারে ১১৯।
১১৯ রানের জবাবে ব্যাট করতে নামে অজিরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ব্যাক্তিগত ১৬ বলে ৩৭ রান দিয়ে উড়ন্ত সূচনা এনে দেয় অস্ট্রেলিয়াকে। কিন্তু এতেও লাভ হয়নি। মাত্র ৩.১ ওভারে বিনা উইকেটে ৪১ রান করার পর শুরু হয় আবারও বৃষ্টি। ফলে ম্যাচটিকে পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
ম্যাচ শেষে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, এটি হতাশাজনক। ১৫ ওভারে ১০৭ রানের মধ্যে পাকিস্তান দলকে সীমাবদ্ধ রাখাটা বোলারদের জন্য একটি দুর্দান্ত প্রচেষ্টা ছিল। ব্যাট
থেকে কিছু রান পেয়েও ভালো লাগছিলো। তবে আমি যেমনটা বলেছিলাম, দুর্ভাগ্যবশত আজকের ম্যাচে বৃষ্টি বড় একটি ভূমিকা পালন করেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৫ নভেম্বর) দ্বিতীয় ম্যাচটি খেলা হবে ক্যানবেরায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।