জুমবাংলা ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে লকডাউন কার্যকর হবে বলে জানা গেছে। সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় থানাসহ সমন্বিতভাবে এই লকডাউন কার্যকর করা হবে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকতারুজ্জামান এরইমধ্যে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১২টা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় লকডাউন কার্যকর করা হবে। আমরা লোকাল প্রশাসন হিসেবে লকডাউন কার্যকরে সহযোগিতা করবো।
এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় লকডাউন এলাকাবাসীরাই করছেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা নেই। সরকারের পক্ষ থেকে বা সিটি করপোরেশনের পক্ষ থেকে যদি লকডাউন করা হয় তবে সেটা জানানো হবে। যদি এলাকাবাসী মনে করেন তারা নিজেরাই লকডাউন কার্যকর করবেন তবে সেটাকেও স্বাগত জানাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।