বৃহস্পতিবার যেসব রাশিতে আর্থিক সুখবর, দেখে নিন কী আছে আপনার ভাগ্যে

লাইফস্টাইল ডেস্ক: জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে। আজ বৃহস্পতিবার ৩ মার্চ ২০২২, ১৮ ফাল্গুন ১৪২৮। এদিন বেশকিছু রাশির জাতক-জাতিকার জন্য রয়েছে সুখবর।

আজ কেমন কাটতে পারে আপনার দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কী রকম চলবে প্রেম। এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চাইলে পড়ুন আজকের রাশিফল।

মেষ: উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। মন খারাপ থাকবে। অর্থ কাজে আসবে। কিছু জিনিসের প্রতি আকর্ষণ থাকবে। সম্পর্ক নষ্ট করবেন না। অযথা ঝামেলায় জড়াবেন না। সফর করলে ভালো করবেন। চেষ্টা করবেন নতুন কিছু কাজ শুরু করার। কর্মস্থানে ভালোবোধ করবেন। সহকর্মীরা সাহায্য করবে, নিজের জন্য বেশকিছু সময় পাবেন, আজকে বেশকিছু বিষয় গোপন রাখাই ভালো।

বৃষ: কাজের ভালো সুযোগ আসতে পারে। বিনোদনে থাকবেন, আর্থিক সুবিধা থাকবে। এমন কিছু করবেন না, যাতে মুশকিল হয়। কেউ কেউ আপনার ধৈর্যের পরীক্ষা নেবেন। চমৎকার কিছু ঘটবে। পরিবারের সঙ্গে সময় কাটান। কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আজকে পরিচিত হবেন। অবৈধ কাজের জন্য দিন খারাপ হতে পারে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে বাইরের কোনো লোকের সঙ্গে বিবাদ। ব্যবসায় বিবাদ থেকে সাবধান। প্রতিবেশীর জন্য কোনো অশান্তি বাড়তে পারে।

মিথুন: সামাজিক সুনাম বৃদ্ধি। চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে। শক্তি বারবে, ইতিবাচক লাভ পাবেন। চেষ্টা করুন নিজের থেকে কিছু শুরু করার, এগিয়ে যাবেন। কাছের মানুষকে সঙ্গে পাবেন, অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। উপার্জন ক্ষমতা বাড়বে, মনোবল বাড়বে। সুযোগের ব্যাবহার করুন। ব্যবহারিক বিষয়ে নিজেদের এগিয়ে রাখুন।

কর্কট: ব্যবসায় চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। উদ্যম থাকবে। বোধ শক্তি বারিয়ে তুলুন। শরীরের দিকে ধ্যান দিন। ধৈর্য রাখুন, আর্থিক সুবিধা থাকবে। অনেকের থেকে সাহায্য পাবেন। ভালো সম্পর্কের বিকাশ ঘটবে। কাজে অগ্রগতি দেখতে পাবেন। বিতর্ক হতে পারে, তাই সাবধান, মেজাজ ঠান্ডা রাখুন।

সিংহ: কাজের জন্য সুনাম বাড়তে পারে। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। শরীরের যত্ন নিন। যতটা পারবেন নিজেকে অন্যের থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। উৎসাহ থাকবে, বেশি ব্যয় করবেন না। উৎসাহ থাকবে, বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা আজকে ফল দেবে। চিন্তা ছেড়ে কাজে এগিয়ে যান। নিজের জন্য আজকে সময় বের করবেন না। নতুন পরিকল্পনা আজকে দারুণ রূপ নেবে। ব্যবসায় খরচ বাড়তে পারে।

কন্যা: ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। আর্থিক ব্যাপারে সাহায্য মেলার সম্ভাবনা। নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার। ক্ষমতা বেশি থাকবে। অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। হুজুগে চলবেন না। কাউকে দিয়ে জোর করে কাজ করাবেন না। ব্যবসায়ীদের অর্থ হ্রাস পাবে। অহেতুক সন্দেহ ও সন্দেহ সম্পর্কটিকে নষ্ট করে দেয়। এই কারণেই আপনাকে কখনই আপনার প্রিয়জনকে সন্দেহ করা উচিত নয়। কর্মক্ষেত্রে অনেকের সমর্থন পাবেন। যতটা সম্ভব আবেগ আয়ত্তে রাখুন।

তুলা: উচ্চপদের কোনো চাকরির খোঁজ আসতে পারে। শক্তি থাকবে। কাজের ছাপ থাকবে, তবে বিরক্ত হবেন না। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। নতুন পরিকল্পনায় বন্ধুদের সঙ্গে নিন। প্রেমের সুযোগগুলো স্পষ্ট, কিন্তু ক্ষণস্থায়ী হবে। উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। সময়ের সঙ্গে কাজ করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে নজর দিন।

বৃশ্চিক: বিপদে আত্মরক্ষা করতে হবে। নিজের আবেগকে আয়ত্তে রাখুন। এমন কাজ করবেন না, যাতে আফসোস করতে হয়। উল্লেখযোগ্য ব্যবসায় জুড়তে পারেন। পরামর্শ না নিয়ে কাজ করবেন না। অর্থের তাৎপর্য বুঝতে পারবেন। উত্তেজনা থাকবে। ঘরের দিকে মন দিন, না হয় মুশকিলে।

ধনু: ব্যবসার ব্যপারে সচেতনতা বাড়তে পারে। নিজের কাজের ওপর নিজেরই গর্ববোধ হবে। বাবা-মায়ের সঙ্গে ঝামেলা হতে পারে। যদি না মন সঙ্গ দেয় নিজে থেকে সিদ্ধান্ত নেবেন না। আর্থিকভাবে লাভবান হবেন, পরিবারের জন্য কাজ করুন। ইতিবাচক আদর্শ মেনে চলুন। চারপাশে কি ঘটছে সেই দেখে সতর্ক হন। অভিজ্ঞ ব্যক্তির থেকে অনেক কিছু শিখবেন।

মকর: স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন। আরামে থাকুন। বিতর্কে জড়াবেন না। আজকে সায় দিয়ে কথা বললে ভালো। কি করছেন সেই হিসাব রাখুন। সন্দেহ না করলেই ভালো। সম্পর্কর বাঁধন বুঝতে শিখুন। আজকে কর্মক্ষত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে। আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন।

কুম্ভ: ইচ্ছাপূরণ হতে পারে। মজার দিন। নিছক মজা অন্যের সঙ্গে করবেন না। কে কী বলছেন, মন দিয়ে শুনবেন। ব্যবসায় নজর দিন। জমিতে বিনিয়োগ থেকে লাভ হবে। সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন। বিবাহিত জীবন ভালো হবে। আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন।

মীন: আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। ভালো কাজের জন্য সুনাম পাওয়ায় আনন্দ। পার্টনারের সঙ্গে অর্থসংক্রান্ত ঝামেলা হতে পারে। আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলোর সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল। উদ্যোগশীল ব্যক্তিদের সঙ্গে অংশীদারিত্বের উদ্যোগ। পুরনো দিনের কথা সমস্যায় ফেলবে।

মেঝেতে বসে খাবার খেলে যা ঘটবে আপনার শরীরে