বেঁকে বসেছে জামায়াত, কী করবেন ইমরান?

আন্তর্জাতিক ডেস্ক :  ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র রউফ হাসান জানিয়েছেন, ইমরান খানের নির্দেশে কেন্দ্র এবং পাঞ্জাব প্রদেশে সরকার গঠনের জন্য মজলিস-ই-ওয়াহদাত-মুসলিমিন পার্টির সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। পাশাপাশি সংরক্ষিত আসন নিয়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশে জামায়াত-ই-ইসলামির সঙ্গে পিটিআইকে জোট করতে বলেছেন ইমরান।

এরপর থেকে পাকিস্তানের মূল ধারার সংবাদমাধ্যম ‘জামায়াত-ই-ইসলামির সঙ্গে জোট করে খাইবার পাখতুনখাওয়ায় ইমরান খানের দল সরকার গঠন করছে’ এমন নিউজ প্রচার করে যাচ্ছে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন জামায়াত-ই-ইসলামির খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক আমির মোহাম্মদ ইব্রাহিম খান।

তিনি বলেন, ইমরান খানের দল জামায়াত-ই-ইসলামিকে খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদে সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু জামায়াত-ই-ইসলামি তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। জামায়াত পিটিআইয়ের সঙ্গে জোট করবে না এবং পিটিআই জামায়াতের সঙ্গে জোট করে সরকার গঠন করার যে কথা বলছে, তার কোনো ভিত্তি নেই।

ইব্রাহিম খান আরও বলেন, যে কোনো দলের সঙ্গে জোট করে সরকার গঠন করার অধিকার পিটিআইয়ের আছে। কিন্তু এ ক্ষেত্রে জামায়াতের নাম ব্যবহার করার কোনো ন্যায্যতা নেই। পিটিআইয়ের সঙ্গে কোনো ধরনের জোট করার সিদ্ধান্ত নেয়নি জামায়াত। এক্ষেত্রে জামায়াতকে জড়িয়ে পিটিআই যে বিবৃতি দিয়েছে, তা একেবারে অযৌক্তিক ও অনৈতিক।

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনে খবরে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ায় জামায়াতের প্রাদেশিক প্রধান কার্যালয়ে গিয়েছিলেন পিটিআইয়ের একদল নেতা। এখানে প্রাদেশিক পরিষদের আট আসন এবং প্রদেশটির রাজধানী পেশোয়ারে জাতীয় পরিষদের একটি আসনে ভোট কারচুপির অভিযোগে পিটিআই যে বিক্ষোভ করছে, তাতে সমর্থন চাইতে জামায়াতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তারা।

জামায়াত ইমরান খানের সঙ্গে জোট গঠন না করলেও পাকিস্তানের জাতীয় পরিষদে মাত্র একটি আসন পাওয়া আরেক ইসলামী দল মজলিস-ই-ওয়াহদাত-মুসলিমিন পিটিআইয়ের সঙ্গে জোট গঠন করছে।

ইমরান খানের দল কেন্দ্র ও পাঞ্জাবে মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিনের সঙ্গে জোট গঠন করে সরকারে আসার ঘোষণা দেওয়ার পর পরই ওয়াহদাত-ই-মুসলিমিনের প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস বলেছেন, তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত ইমরান খানের সঙ্গে থাকবেন।

পিটিআইয়ের আমন্ত্রণ স্বাগত জানিয়ে আল্লামা আব্বাস বলেন, ২০২২ সালের এপ্রিলে সরকার পরিবর্তনের সময় থেকে তারা ইমরান খানের পাশে ছিলেন। এই ধারা শেষ রক্তবিন্দু পর্যন্ত অব্যাহত থাকবে।

মাওলানা ফজলুর রহমানের দ্বারস্থ হলেন শাহবাজ