বেইজিং বিমানবন্দরে যে কারণে আটকে দেওয়া হয় মেসি

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গত শনিবার (১০ জুন) চীনের বেইজিংয়ে পৌঁছায় বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। কিন্তু বিমানবন্দরে নামতেই আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসিকে আটকে দেয় বেইজিং পুলিশ। ভুল পাসপোর্ট নিয়ে চীনে যাওয়ায় এই বিড়ম্বনার মুখে পড়েন সাত বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

তবে খুব দ্রুতই বিষয়টি নিষ্পত্তি করে ফেলা হয়। ছেড়ে দেয়া হয় ক্ষুদে জাদুকরকে। ঘটনাটি ঘটার দুইদিন পর এটি প্রকাশ্যে এসেছে। আর তাতেই বেশ আলোচনার জন্ম নিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মেইল’ তাদের এক প্রতিবেদনে জানায়, চীনকে তাইওয়ান ভেবে স্পেনের পাসপোর্ট নিয়ে দেশ ছাড়েন লিও। সে পাসপোর্টে চীনের ভিসা ছিল না। ভিসা ছিল মেসির আর্জেন্টিনার পাসপোর্টে।

প্রকাশ পাওয়া একটি ভিডিওতে মেসিকে দেখা যায় হাতে একটি পাসপোর্ট ধরে রাখতে। সে সময় তিনি কথা বলছেন সতীর্থদের সঙ্গে আর তাকে ঘিরে রেখেছেন বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী।

সংবাদমাধ্যমটির দাবি মেসি বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞেসও করেছেন ‘চীন কি তাইওয়ান না?’

চীনের পুলিশ পরে মেসিকে পুরো বিষয়টি বুঝিয়ে দেন। ঘণ্টাখানেকের ভেতর বিষয়টির সমাধান করে বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে এন্ট্রি ভিসা দেয়া হয়। এরপর টিম বাসে করে তিনি হোটেলে চলে যান।

তবে হোটেলে ঢুকে সেখানেও বন্দি হয়ে পড়েন মেসি-ডি মারিয়ারা। হোটেলের বাহিরে মেসিদের দেখতে ভীড় জমান হাজারো ভক্ত সমর্থক। হোটেলে জোরপূর্বক প্রবেশেরও চেষ্টা চালান তারা। আর তাতেই হোটেল বন্দি হয়ে যেতে হয় বিশ্বকাপজয়ীদের।

এমনকি নিরাপত্তা ইস্যুতেও দলের অনুশীলনও দেরিতে শুরু করতে হয়েছিল।

আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটি হবে বেইজিংয়ে। অন্যদিকে ইন্দোনেশিয়ার বিপক্ষের ম্যাচটি হবে জাকার্তায়। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই শুরুর আগে ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচটি হবে মেসিদের শেষ প্রীতি ম্যাচ।

গুগলে মেসির ক্লাব খোঁজায় আর্জেন্টিনাকে ছাঁড়িয়ে শীর্ষে বাংলাদেশ!