নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বেকারিতে সরবরাহকালে ৮ হাজার পঁচা ডিম জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যবসায়ীকে ১লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত ডিম ময়লার ভাগাড়ে ফেলে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে এ আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ প্রদান করেন শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সোমবার রাতে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের রঙ্গীলা বাজার এলাকার নিউ হৃদয় ফুড প্রোডাক্টস বেকারিতে সরবরাহ করতে বেশকিছু পঁচা ডিম যাচ্ছে এমন খবরে সেখানে জড়ো হন জনতা। বিষয়টি প্রশাসনকেও জানালে ওই ডিমগুলো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আটক রাখার পরামর্শ দেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন ঘটনাস্থলে যান। অপরাধ প্রমাণিত হওয়ায় সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ হাজার ডিম জব্দ করেন। ডিমগুলো টাঙ্গাইলের এক ব্যবসায়ী এখানে সরবরাহ করেছে বলে নিশ্চিত করা হয়। এ সময় নিউ হৃদয় ফুড প্রোডাক্টস বেকারির মালিক ও ম্যানেজার কাউকে না পেয়ে ওই প্রতিষ্ঠানকে ১লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ডিম সরবরাহকারী হোসেন আলীকে (৩০) কৌশলে খবর দিয়ে এনে তাকেও ৪৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ সময় ওই বেকারি থেকে তিন বস্তা বিস্কুটও জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৮ হাজার পঁচা ডিম জব্দ করে সেগুলো ময়লার ভাগাড়ে ফেলা হয়েছে। এ ঘটনা জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতে এমন অপরাধ করবেননা মর্মে অঙ্গিকার করেছে। খাদ্য পণ্যের মান সঠিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।