সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যমুনা গ্রুপ।
একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘গৃহবধূ থেকে রাজনীতিতে পদচারণ করা বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন বাংলাদেশের গণতন্ত্রের মা। দেশের প্রয়োজনে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান অপরিসীম। আর শেষ জীবনে হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক। বাংলাদেশের রাজনীতির এক অনন্য অভিভাবক, রাজনীতির এই অভিভাবক আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপ গভীর শোকাহত।’
আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


