২০১৭ সালের পর আবারও মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও দুবাইয়ের মাটিতে টুর্নামেন্টটির নবম সংস্করণের পর্দা উঠবে। ওয়ানডে ফরম্যাটের এই প্রতিযোগিতার অবস্থান মূলত বিশ্বকাপের পরই। বলতে গেলে কিছুটা সংক্ষিপ্ত পরিসরে শ্রেষ্ঠত্ব প্রমাণে আরও জমজমাট লড়াইয়ের মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯৯৮ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় হয়েছে অনেক রেকর্ড।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর হয়েছিল বাংলাদেশের মাটিতে। যদিও ওই সময় এর নাম ছিল উইলস ইন্টারন্যাশনাল কাপ, সেই নক-আউট প্রতিযোগিতার নাম পরবর্তী ২০০২ আসরে বদলে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’ করা হয়। গুরুত্ব ও মর্যাদার বিচারে ওয়ানডে বিশ্বকাপও যেন যথাযথ অবস্থানে থাকে, সে কারণে এখন মাত্র আটটি দেশ নিয়ে হয়ে থাকে ভিন্ন নামের ওয়ানডে টুর্নামেন্টটি। প্রথম আসর হয়েছিল রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। ২০০৯ সাল থেকে সেটি হয়ে আসছে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল নিয়ে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য যোগ্য দল নির্বাচিত হয় গত ২০২৩ বিশ্বকাপ থেকে। সেখানে আয়োজক পাকিস্তানসহ পয়েন্ট টেবিলের শীর্ষ আটটি দল আসন্ন প্রতিযোগিতার জন্য টিকিট নিশ্চিত করে। যেখানে জায়গা হয়নি সাবেক দুই চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। দুই গ্রুপে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া দেশগুলো হচ্ছে– ‘এ’ : ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ : অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির যত রেকর্ড
সর্বোচ্চ ম্যাচ জয় : চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ডটি ভারতের দখলে রয়েছে। ২৯ ম্যাচ খেলে তারা জিতেছে ১৮টিতে। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ২৪ ম্যাচের ১২টিতে জিতেছে। ৮টি করে ম্যাচ হেরেছে উভয় দলই।
সর্বোচ্চ–বার চ্যাম্পিয়ন : সর্বোচ্চ ম্যাচজয়ী দুই দলই শিরোপা জয়ের শীর্ষে আছে। ভারত দুই বার চ্যাম্পিয়ন হয়েছে ২০০২ (শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে) ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অস্ট্রেলিয়া ২০০৬ ও ২০০৯ সালে দু’বার চ্যাম্পিয়ন হয়। টানা দুই আসরে চ্যাম্পিয়ন্স ট্রফি একমাত্র কীর্তি রয়েছে অজিদের। একবার করে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
সর্বোচ্চ রান : চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। ক্যারিবীয় এই ‘ইউনিভার্স বস’ ১৭ ম্যাচে ৭৯১ রান করেছেন। ব্যাটিং গড়ের দিক থেকে (১০–এর বেশি ম্যাচ খেলার বিচারে) সবার ওপরে অবশ্য সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (৮৮.১৬)।
সর্বোচ্চ সেঞ্চুরি : আইসিসির এই মেগা টুর্নামেন্টে সর্বোচ্চ ৩টি করে সেঞ্চুরি রয়েছে ৪ জনের। তারা হচ্ছেন ভারতের মহারাজখ্যাত সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, শেখর ধাওয়ান, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস এবং ক্যারিবীয় তারকা ক্রিস গেইল।
সর্বোচ্চ উইকেট : চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের পেসার কাইল মিলস। ডানহাতি এই কিউই বোলার ২০০২ থেকে ২০১৩ তিন আসরে ২৮টি উইকেট নেন।
এক ইনিংসে সর্বোচ্চ রান : চ্যাম্পিয়ন্স ট্রফির এক ম্যাচে নিউজিল্যান্ড সর্বোচ্চ ৩৪৭ রান করেছিল। ২০০৪ আসরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ উইকেটে সর্বোচ্চ ইনিংসের কীর্তিটি গড়েছিল কিউইরা।
Oppo A3i Plus: মাত্র ৩০ মিনিটেই হাফ চার্জ, ২৪ জিবি র্যামের সেরা স্মার্টফোন!
এক ইনিংসে সর্বনিম্ন স্কোর : এই নজির যুক্তরাষ্ট্রের দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা ২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র ৬৫ রানে গুটিয়ে গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।