জুমবাংলা ডেস্ক : পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন অর রশিদ, তার ভাই এবিএম শাহরিয়ার এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে তাহসিন রাইসার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান আদালতের এ আদেশের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে নিশ্চিত করেছেন।
হারুন অর রশিদ এবং তার ভাই এবিএম শাহরিয়ারের আয়কর নথি জব্দের জন্য দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নুল আবেদীন দুটি আবেদন করেন। আদালতে আবেদনগুলো উপস্থাপন করেন দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান।
সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি অবৈধভাবে ১৭ কোটি ৫১ লাখ টাকার সম্পদ আত্মসাৎ করেছেন। তার ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে অবৈধভাবে অর্জিত ১২ কোটি ৯৬ লাখ টাকার সম্পত্তি মালিকানার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, দুদকের আরেক আবেদনের ভিত্তিতে একই আদালত বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা এবং মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের ট্যাক্স ফাইল জব্দের নির্দেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, জিসান মির্জা অবৈধভাবে ১৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৩১ কোটি ৬৯ লাখ টাকার সম্পত্তি অবৈধ উপায়ে অর্জন করেছেন।
তাহসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে ৫.৫৯ কোটি টাকার সম্পত্তি অবৈধ অর্থ দিয়ে কেনার অভিযোগ রয়েছে।
দুদকের পক্ষে আদালতে আবেদন উপস্থাপন করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।