বেনাপোলে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা

জুমবাংলা ডেস্ক : সীমান্তের গাতিপাড়া গ্রামে বেনাপোল ইউনিয়নের বিএনপির সভাপতি ও বেনাপোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এ এস এম মাহবুবুল আলমগীর সিদ্দিকির বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাত ১২ টার দিকে এ বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে মাহবুবুল আলমগীর সিদ্দিকি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলেও আমি এই ইউনিয়নে বার বার ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। জনগণের কল্যাণে কাজ করায় একটি মহল বিশেষ করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার কর্মকাণ্ড পছন্দ করছে না। যার ফলে তারা ঈর্ষাম্বিত হয়ে আমার বাড়িতে বোমা হামলা ঘটিয়ে আতঙ্কর সৃষ্টি করছে। এরা সীমান্ত সংলগ্ন গ্রাম হওয়ায় অপরাধমূলক কাজ করে আবার ভারতে পালিয়ে যায়। শক্তিশালী বোমা হামলার ঘটনায় এলাকার মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে।

এ ঘটনায় স্থানীয়রা নিন্দা জানিয়ে দোষীদের চিহিৃত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি তুলেছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বোমা হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।