লাইফস্টাইল ডেস্ক : বেবি ফুড নিয়ে সতর্কতা জারি করল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ( হু)। মায়ের দুধের চেয়ে বাজারে চলতি কৃত্রিম দুধ বা বেবি ফুডের পুষ্টিগুণ বেশি বলে যাঁরা বদ্ধমূল ধারণা রেখেছেন, তাঁদেরকে সাবধান করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু।’ বেবি ফুডে রয়েছে অত্যধিক মাত্রায় শর্করা যা শিশুদের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়, এমনটাই মত হু-এর বিশেষজ্ঞদের। তাঁদের মতে অনেক বেবি ফুডেই এত বেশি পরিমাণ চিনি থাকে যে তা বাচ্চার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রমাণিত হয়েছে।
বিভিন্ন কোম্পানির বেবি ফুডের ওপর দুটি সমীক্ষা চালিয়েছে হু। মোট ৮,০০০ স্যাম্পেলের উপর গবেষণা চালানো হয়। বিশ্বের চারটি দেশ থেকে ২০১৭-র নভেম্বর এবং ২০১৮-র জানুয়ারির মধ্যে এই স্যাম্পেল সংগ্রহ করে হু। সেই নমুনা বিশ্লেষণ করেই দেখা গিয়েছে, বেশিরভাগ নামী-দামি সংস্থার বেবি ফুডেই ৩০%-এর বেশি চিনি রয়েছে। এত বেশি পরিমাণ চিনি শিশুর শরীরে নানা ক্ষতি করতে পারে। বাচ্চাকে ওবিসিটির দিকে ঠেলে দিতে পারে, ক্ষয়ে যেতে পারে শিশুদের দাঁতও।
আর ঠিক সেই কারণেই ছয় মাস পর্যন্ত বাচ্চাকে মাতৃদুগ্ধই পান করানোর কথা বলছে হু। তাঁদের মতে, মায়ের দুধ একটি বাচ্চার শরীরে যে পুষ্টি সরবরাহ করতে পারে, তা আর অন্য কিছুতে হয় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।