স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলেছে বাংলাদেশ। ভারতকে মাটিতে নামিয়ে বিশ্বসেরা হলো টাইগাররা। এটাই বাংলাদেশের প্রথম বিশ্বকাপ শিরোপা। রবিবার (৯ ফেব্রুয়ারি) পচেফস্ট্রুমে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে এ সাফল্য পেয়েছে তারা।
তবে বাংলাদেশের জয়ের পর মাঠেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যা ক্যামেরাতেও ধরা পড়ে। বাংলাদেশের বিশ্ব জয়ের উল্লাস শুরু হতে না হতেই মাঠেই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে লেগে যায় আকবর আলীর দলের। দেখা যায় দু’দল বাকবিতাণ্ডার পাশাপাশি হাতাহাতিও করছিল।
কিন্তু এমন ঘটনায় ভারতীয় তরুণ ক্রিকেটারদেরই দোষ দেখছেন দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা বিসিবির জুনিয়র নির্বাচক কমিটির সদস্য ও বাংলাদেশ দলের সাবেক ফাস্ট বোলার হাসিবুল হোসেন শান্ত।
তিনি জানান, ওরা পুরো ম্যাচজুড়েই প্রচুর স্লেজিং করেছে। আমরা জেতার পর তা মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের ক্রিকেটাররা যখন উৎসব করতে শুরু করল, তখনই ওরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। কত আর সহ্য করা যায়! ছেলেরা সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে যায়। এতেই শুরু হয় ধাক্কাধাক্কি।
দুই দলের কোচিং স্টাফ সদস্যদের হস্তক্ষেপে হাতাহাতি আর বেশিদূর গড়াতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।