বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ পরিবারকে সম্মাননা প্রদান ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০১ জানুয়ারি, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ইনকিলাব সাংস্কৃতিক সংগঠন (ইসাস) কর্তৃক শহীদ পরিবারকে সম্মাননা প্রদান ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এসময় তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করেন।
বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (বিআরইউডিএফ) এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ইসাস সভাপতি মোসাদ্দেক হোসেন, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।