বেরোবি প্রতিনিধি: প্রতিষ্ঠার প্রায় একযুগ পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ব্যাংকের স্থায়ী শাখা ও কালেকশন বুথ চালু হতে যাচ্ছে।
শিক্ষার্থীদের ভর্তিসহ বিভিন্ন ফি জমা দিতে গিয়ে নানান সময় হয়রানির শিকার হতে হয়। এটি লাঘবের জন্য ইতোমধ্যে বেসরকারি ব্যাংক মেঘনার কালেকশন বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও জনতা ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা খুব দ্রুত স্থাপিত হবে বলে জানা গেছে।
ভর্তি ও ফরম পূরণসহ বিভিন্ন ধরনের ফি জমা দিতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন থেকে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী ব্যাংক শাখা ও কালেকশন বুথ চালুর দাবি করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন ফি আদায়ের জন্য কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার নিচতলায় মেঘনা ব্যাংকের স্থায়ী কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। এই বুথ স্থাপনের ফলে শিক্ষার্থীরা সরাসরি গিয়ে অথবা অনলাইনে বিভিন্ন ফি জমা দিতে পারবেন।
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই বুথ উদ্বোধন হবে এবং তখন থেকেই শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের মূল ব্যাংক হিসাবসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য জনতা ব্যাংক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন জনতা ব্যাংক লালবাঘ বাজার শাখার ব্যবস্থাপক ড. মো. আরিফুল ইসলাম। তিনি জানান, স্থায়ী শাখা নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন থেকে আমাদের আলোচনা চলছিল কিন্তু শাখা অনুমোদনের ক্ষেত্রে কিছু জটিলতা থাকায় একটু দেরি হলো। তবে এখন যত দ্রুত সম্ভব এটি চালু হবে।
বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান জানান, জনতা ব্যাংকের শাখা স্থাপনের জন্য চুক্তি প্রায় চূড়ান্ত। যে কোনো সময় শাখার কার্যক্রম স্থায়ীভাবে চালু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাফেটেরিয়া ভবনের তৃতীয় তলায় ব্যাংকের শাখা স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুত কাজ শুরু হবে।
এদিকে কালেকশন বুথ স্থাপিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বাংলা বিভাগের শিক্ষার্থী তাবাসসুম বলেন, বিভিন্ন সময় ব্যাংকের অস্থায়ী বুথে টাকা জমা দিতে গিয়ে আমাদের নানা হয়রানির শিকার হতে হয়। এখন স্থায়ী শাখা হওয়ায় আর সমস্যা থাকবে না। বিভিন্ন ফি অনলাইনে জমা নেয়া শুরু হলে হয়রানি হওয়ার সম্ভাবনাই থাকবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।