আবু সাঈদ : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও উন্নয়ন পরিষদ কর্তৃক দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই সেবা কার্যক্রম চালু করা হয়। এই সেবা কার্যক্রম বিকাল ৪ টা পর্যন্ত চলে।
আয়োজক কমিটি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর -এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা প্রদানের লক্ষ্যে আমাদের এই আয়োজন। এতে একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তার এর সহযোগিতায় শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
রাঙামাটির বগাছড়িতে সেনা অভিযান, ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও সহযোগী আটক
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, “ফ্রি মেডিকেল সেবা পেয়ে আমি আনন্দিত এবং সন্তুষ্ট। আমরা চাই এধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকুক।”
আরেক শিক্ষার্থী বলেন, “পড়াশোনা খরচের পাশাপাশি টাকা দিয়ে ডাক্তার দেখানো সম্ভব হয় না। এখানে এসে নিজের সমস্যার কথা বলে বিনামূল্যে পরামর্শ পাচ্ছি এটা অনেক প্রশংসনীয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।