বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্( এআইএস) বিভাগের ‘এআইএস ক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভিপি হিসেবে ১২ তম ব্যাচের শিক্ষার্থী নুরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) এবং সাধারণ সম্পাদক হিসেবে ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আবরার শাহরিয়ার অনিক নির্বাচিত হয়েছেন ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে দেড়টা পর্যন্ত এআইএস বিভাগের ৪০২ নং রুমে ভোট গ্রহণ চলে এবং বিকাল ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
অন্যান্য সদস্যদের মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ১৪ তম ব্যাচের শিক্ষার্থী জিহাদুর রহমান নির্বাচিত হয়েছেন এবং কার্যকারী সদস্য হিসেবে প্রতি ব্যাচ থেকে ৪ জন করে শিক্ষার্থী অন্তর্ভুক্ত করা হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবরার বলেন,আমাকে নির্বাচিত করায় বিভাগের সকলকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞ।আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে সর্বোচ্চ চেষ্টা করবো। সবার সহযোগিতায় আমরা ক্লাবকে এগিয়ে নিতে চাই। ক্লাবের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে এবং ক্লাবকে আরো সমৃদ্ধ করতে বিভাগের সবার সহযোগিতা কামনা করছি।
ক্লাবের ভিপি বলেন,এ.আই.এস ক্লাব নিয়ে আমার ভাবনা অনেক। আশাকরি গতানুগতিক ধারার পরিবর্তন করে বৈচিত্র্য নিয়ে আসবো ক্লাবে যা একাউন্টিং ফ্যামিলির কাছে বাঁধিয়ে রাখার মত হয়, সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।