আমাদের মাথার চুল পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই বিষয়টি হয়তো কেউ ভেবে দেখেননি। কিন্তু বেলজিয়ামের হেয়ার রিসাইকেল নিয়ে কাজ করে এরকম এনজিও এই বিষয়টি নিয়ে গবেষণা করছে। তারা মানুষের মাথার চুল পরিবেশ রক্ষামূলক কাজে ব্যবহার করার চেষ্টা করে।
এজন্য বেলজিয়ামে গ্রাহকের চুল কাটার পর সেগুলো অনেক ক্ষেত্রে ফেলে দেওয়া হচ্ছে না। এসব চুল সংরক্ষণ করে ঐ সকল এনজিও এর কাছে পাঠানো হয় যারা হেয়ার রিসাইকেল নিয়ে কাজ করে।
চুল দিয়ে তারা এমন একটি উপাদান তৈরি করে যা পরিবেশ দূষণকারী তেল এবং হাইড্রোকার্বন শুষে নেওয়ার সক্ষমতা রাখে। এর ফলে পরিবেশ আগের থেকেও সুরক্ষিত থাকছে।
এ অভিনব প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্যাট্রিক জনসন। তিনি জানান যে, আমার কাছে যদি এক কেজি ওজনের চুল থাকে তাহলে তা দিয়ে সাত থেকে আট লিটার পরিমাণ তেল এবং হাইড্রোকার্বন শুষে নেওয়া সম্ভব।
এর ফলে পানি যেন দূষিত না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। বেলজিয়ামের এ প্রকল্প পুরোপুরি স্থানীয়ভাবেই সম্পন্ন করা হচ্ছে। দেশের বাহির থেকে কোন কিছু আমদানি করার প্রয়োজন হচ্ছে না।
চুল হচ্ছে এমন এক উপাদান যা ফ্যাট এবং হাইড্রোকার্বন শোষণ করার ক্ষমতা রাখে। কেরাটিন ফাইবারের কারণে অনেক বেশি ইলাস্টিসিটি ধারণ করে বিধায় পরিবেশ দূষণ রোধ করতে এটি কার্যকর ভূমিকা পালন করে।
যে দোকানে গ্রাহকরা চুল কাটাতে যান সেখান থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন হেয়ার রিসাইকেল নিয়ে কাজ করা এসব এনজিও। এর ফলে চুল ডাস্টবিনে ফেলে দেওয়ার থেকে পরিবেশ রক্ষায় ব্যবহার করা সম্ভব হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।