বেলা হাদিত একজন জনপ্রিয় আমেরিকান মডেল। ১ অক্টোবর প্যারিসের কোর্পেনি শো এর সময় একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। বেলা হাদিত শুধুমাত্র বিকিনি পরে হাত দিয়ে ব্রেস্ট ঢাকা অবস্থায় শো এর মাঝে উপস্থিত হলেন। দুইজন ব্যক্তি তার পুরো শরীরে কিছুক্ষণ স্প্রে করলেন ও তা সাদা রংয়ের পোশাকে বেলাকে ঢেকে ফেললো।
শুধু মাত্র স্প্রে করার মাধ্যমে মুহূর্তের মধ্যে একটি পোশাক তৈরি হওয়ার বিষয়টি ফ্যাশন টেকনোলজিতে বিজ্ঞানের অনেক বড় অবদান। বেলা হাদিতের সাথে ঘটে যাওয়া ওই ঘটনাটির সাথে ১৯৯৯ সালের আরেকটি ঘটনা মিলিয়ে দেখা যায়।
১৯৯৯ সালে একটি শো’তে Shalom Harlow এর ড্রেস তৈরি হয় রোবটের পেইন্টিং স্প্রে এর মাধ্যমে। তবে বেলা হাদিতের ক্ষেত্রে মাত্র ১৫ মিনিট সময় লেগেছে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে। স্প্রে শেষ হয়ে যাওয়ার পর একজন মহিলা বেলা হাতিতে পোশাকের নিচের অংশটুকু কেটে দিলেন। এতে করে off-the-shoulder লুকে হাবিবকে সুন্দর লাগছিল।
আসলে স্প্রে পেইন্টিং করে তৈরি পোশাকের ঘটনার পেছনে ডক্টর মেনুয়াল টরেসের অবদান রয়েছে। তিনি জানান যে পোশাকের মধ্যে একটি ধোঁয়াশা তৈরীর চেষ্টা তার সবসময় ছিল। তিনি ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। পোশাকে স্প্রে করে ফ্যাশনে নতুনত্ব নিয়ে আসার বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন।
টরেস ২০১৩ সালে ফেব্রিকান তৈরি করতে সক্ষম হোন। এ লিকুইড ফাইবার পলিমার ও বায়ো পলিমার দ্বারা তৈরি। হাদিতের শরীরে যখন স্প্রে করা হয় তখন এই লিকুইড ফাইবার একসাথে জোড়া লাগার মাধ্যমে পোশাকটি তৈরি হয়ে যায়।
তবে এসব স্প্রে এর মধ্যে কোন ধরনের ফাইবার ব্যবহার করা হবে সেটাও একটা বিষয়। কোর্পেনি প্রতিষ্ঠানের ডিজাইনাররা ফেব্রিক্যান্ট এবং থ্রি-ডি টেকনোলজির সমন্বয়ে নতুন ডিজাইন নিয়ে আসার চেষ্টা করেছেন।
হাদিতের বডিতে সাদা রঙ্গের পোশাকটি পুরোপুরি ফিট হয় এবং তিনি যখন সামনে হাঁটা শুরু করেন তখনও এই পোশাকের কারণে কোনো সমস্যা সৃষ্টি হয়নি।
এ টেকনোলজি মেডিকেল ফিল্ডে ব্যান্ডেজ তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। ফ্যাশন টেকনোলজিতে নতুন ম্যাটেরিয়াল এবং ফেব্রিক্যান্টের গুরুত্ব সব সময় বেশি। ধারণা করা হচ্ছে বিজ্ঞান এবং ডিজাইনের সমন্বয় ঘটার মাধ্যমে নয়া ইনোভেশন সামনে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।