জুমবাংলা ডেস্ক : রাজধানীর রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাত শিশুর মৃত্যুর ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদের (৩০) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মামলার এজাহার গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রূপনগর থানার পুলিশ পরিদর্শক দীপক কুমার দাসকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সিলিন্ডার বিস্ফোরণে আহত বেলুন বিক্রেতা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন আছেন বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। আসামি সুস্থ হলে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার দিবাগত রাত ৩টায় রূপনগর থানার এসআই সুমন বণিক বাদী হয়ে বেলুন বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বুধবার বিকেল পৌনে ৪টার দিকে রূপনগরের ১১ নম্বর সড়কে বেলুনে গ্যাস ভরছিলেন এক বিক্রেতা। এ সময় হঠাৎ করেই বিস্ফোরিত হয় সিলিন্ডারটি। এতে ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়। পরে আরো দুজনের মৃত্যু হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।