আন্তর্জাতিক ডেস্ক : মানবিক দিক বিবেচনায় প্রতিবছর ৪৪ হাজার শরণার্থীকে আশ্রয় দিলে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে আগামী ৫০ বছরে ৩ হাজার ৭৭০ কোটি ডলার যুক্ত হবে। আন্তর্জাতিক সহায়তা সংস্থা অক্সফামের অস্ট্রেলিয়া শাখা তাদের এক সাম্প্রতিক প্রতিবেদনে একথা জানায়। ২০২৩ সাল পর্যন্ত এই ধারা অব্যাহত রাখলেই দেশটির অর্থনীতি এই বাড়তি অর্থ লাভ করবে। খবর : দ্য গার্ডিয়ান।
কঠোর এবং বর্ণবাদি অভিবাসন নীতির জন্যে সমালোচিত অস্ট্রেলিয়া বর্তমানে বার্ষিক ১৮ হাজার ৭৫০ জন আশ্রয়প্রার্থীকে গ্রহণ করে। অক্সফাম বলছে, তাদের উলে¬খিত মাত্রায় অভিবাসন বাড়ালে প্রতিবছর দেশটিতে ৩৫ হাজার নতুন কর্মসংস্থান এবং পণ্য-সেবা চাহিদা ১ হাজার ৮২০ কোটি ডলার বাড়বে। মূলত অক্সফাম অস্ট্রেলিয়ার অর্থায়নে ডেলোইট্টে আক্সেস ইকোনমিক্স এই গবেষণা করে। যেখানে অভিবাসী সংখ্যা বাড়াতে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের প্রতি আহব্বান জানানো হয়। একইসঙ্গে, আশ্রিত অভিবাসীর পরিবারকে অস্ট্রেলিয়ায় বসবাসের অনুমতি দিতে বার্ষিক ১০ হাজার নতুন ভিসা দেয়ার কথাও বলা হয়েছে।
এই ভিসার মাধ্যমে বিচ্ছিন্ন পরিবারের সদস্যদের পুনর্মিলন হবে। ভিসাটির স্বপক্ষে অক্সফামের অস্ট্রেলিয়া শাখার প্রধান লিন মরগেইন বলেন, যেসব পরিবার সহিংসতা এবং অন্যান্য কারণে প্রচুর যন্ত্রণা ভোগ করেছেন, তাদের একত্রিত হওয়ার বিষয়ে অধিকাংশ অস্ট্রেলিয় নাগরিক আপত্তি করবেন না বলেই আমি মনে করি। এই নিয়ে তাদের নতুন করে বোঝানোর কিছু নেই। কিন্তু, এই প্রতিবেদনে মানবিক দিকের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক লাভের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
এদিকে অর্গানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ওইসিডিভুক্ত দেশগুলো প্রতিবছর যে পরিমাণ শরণার্থীকে আশ্রয় দেয়, সেই আকারেই অস্ট্রেলিয়ার জন্য ৪৪ হাজারের সংখ্যাটি নির্ধারণ করেছে অক্সফাম। অস্ট্রেলিয়াও উন্নত দেশগুলোর এই জোটের সদস্য। এর মাধ্যমে বিশ্বব্যাপী অভিবাসন প্রত্যাশীদের চাপ মোকাবেলাতেও আশানুরূপ অগ্রগতি আসবে, বলে জানিয়েছে এনজিওটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।