কুড়িগ্রামে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীসহ ৩ জন নি…হত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলায় কাঁঠালবাড়ি কলেজের পাশে মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কুড়িগ্রাম সদরের করিমের খামার জিগামারীর ঘাট এলাকার শুকুর আলীর ছেলে মোস্তফা (৩৫) ও তার স্ত্রী জ্যোস্না (২৮) এবং মোস্তফার নানি আমেনা ওরফে জোহরা বেওয়া (৭৫)।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম হাসপাতালে এসে আহতদের খোঁজ-খবর নেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, পরিবার নিয়ে কুড়িগ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আত্মীয়ের বাড়ি লালমনিরহাট জেলার বড়বাড়ি বেড়াতে যাচ্ছিলেন মোস্তফা। এ সময় কুড়িগ্রাম থেকে রংপুরগামী (কুমিল্লা-জ ১১-০০১০) অর্পণ নামে একটি মিনিবাস পেছন থেকে অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নি…হত হন।
পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। এ ঘটনায় আহত হন আরও ৩ জন। আহতদের মধ্যে অটোচালক মানিকের (৩৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।
ওসি আরও জানান, নিহত মোস্তফার একমাত্র মেয়ে মিম (১৫) ও অপর আহত যাত্রী জাহেদুল ইসলামকে (৪৫) কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মিম চলতি বছর এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।