জুমবাংলা ডেস্ক: আমদানি কমার অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে বেড়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা।
বুধবার (১২ অক্টোবর) সকালে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। বর্তমানে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২০ থেকে ২২ টাকা দরে। দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ভারত থেকে আমদানি কম হওয়ার কারণে বেড়েছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ইসমাইল হোসেন সরকার বলেন, দেশের বাজারে প্রতিদিন কোন না কোন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। চিনির দাম কমার কথা বলা হলেও এখনও কমেনি। সেই সঙ্গে চালের দামও বৃদ্ধি পেয়েছে। এখন বাজারে এসে দেখছি পেঁয়াজের দাম বেশি।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কম, ভারতে দাম বেশি। অন্যদিকে ডলারের দাম বৃদ্ধির কারণে বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করা যাচ্ছে না। তবে অল্প কিছু দিনের মধ্যে পেঁয়াজের দাম ২০ টাকার মধ্যেই আসবে।
হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল মঙ্গলবার ভারতীয় ২২ ট্রাকে ৮৮৭ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করার নির্দেশ প্রধানমন্ত্রীর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।