মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহু প্রতীক্ষিত বৈঠকের ঠিক আগে বেইজিং চমকপ্রদ সিদ্ধান্ত নিল। চীনের বাণিজ্য মন্ত্রণালয় ছয়টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে এসব প্রতিষ্ঠানের সঙ্গে চীনের বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গেছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, তিনটি মার্কিন প্রতিষ্ঠান—মানববিহীন যান নির্মাতা সারনিক টেকনোলজিস, স্যাটেলাইট প্রযুক্তি কোম্পানি অ্যারকম এবং সমুদ্রতল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ওশানিয়ারিং ইন্টারন্যাশনাল—‘অনির্ভরযোগ্য সত্তার তালিকা’-ভুক্ত হয়েছে। চীনের ভাষ্য, এই কোম্পানিগুলো তাইওয়ানের সঙ্গে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতায় যুক্ত হয়ে চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।
অন্যদিকে আরও তিনটি প্রতিষ্ঠান—যুদ্ধজাহাজ নির্মাতা হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ, প্রকৌশল ও অবকাঠামো প্রতিষ্ঠান প্লানেট ম্যানেজমেন্ট গ্রুপ এবং গোয়েন্দা সেবা প্রদানকারী গ্লোবাল ডাইমেনশনস—চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এই প্রতিষ্ঠানগুলো সামরিক ও বেসামরিক উভয় ধরনের ‘দ্বৈত ব্যবহারের’ পণ্য চীন থেকে আমদানি করতে পারবে না।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, এই তিন প্রতিষ্ঠান সরাসরি চীনের জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থকে হুমকির মুখে ফেলছে। এই কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে কূটনৈতিক অঙ্গনে মার্কিন-চীনা সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ রূপ ধারণ করতে পারে।
বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া, ই-ভিসা সুবিধা নিয়ে আলোচনায় প্রধান উপদেষ্টা ইউনূস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।