আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংকটের ব্যাপারে আজ সোমবার (১৪ মার্চ) ফের বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। এর আগে দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি বসলেও এবার ভিডিও কনফারেন্সে বৈঠক হতে যাচ্ছে। খবর বিবিসি’র।
বিবিসি জানিয়েছে, ইতো মধ্যে দেশ দুটির মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। তার মধ্যে তিনবার বেলারুশ সীমান্তে বৈঠক হয়েছে।
তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও আলোচনা হয়েছে।
আজকের আলোচনার ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের মধ্যে আলোচনা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনেস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বিষয়টি সত্য বলে জানিয়েছেন।
এদিকে রাশিয়ার হামলার আজ ২০ দিন অতিবাহিত হচ্ছে। রাশিয়া চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক উভয় ধরনের সহায়তা চাইছে বলে ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এবং নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। এফটি বলেছে, মস্কো চাইছে বেইজিং ইউক্রেনে ব্যবহারের জন্য সামরিক উপকরণ সরবরাহ করুক।
এদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনে আগ্রাসনের কারণে আরোপ করা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে কোনো সহায়তা দিলে চীনকে ‘অবশ্যই’ পরিণতি ভোগ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।